Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/metvbdco/public_html/common/config.php on line 148
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মাজহারুল ইসলাম ফরহাদ গ্রেফতার

|| মাটি এন্টারটেইনমেন্ট

প্রকাশিত: ১২:৪৪, ৮ মে ২০২৩

বিভাগের পাঠকপ্রিয়

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মাজহারুল ইসলাম ফরহাদ গ্রেফতার

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মাজহারুল ইসলাম ফরহাদ গ্রেফতার

চট্টগ্রাম মহানগরীর আলোচিত ও চাঞ্চল্যকর রেলওয়ে কর্মচারী শফিউদ্দিন আহমদ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মাজহারুল ইসলাম ফরহাদ (৪৩)’কে খুলশী এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম।

বাংলাদেশ আমার অহংকার এই ¯স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

 নিহত ভিকটিম শফিউদ্দিন আহমদ বাংলাদেশ রেলওয়ের একজন কর্মচারী। গত ১৪ জুন ২০০৩ ইং তারিখে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন আমবাগান এলাকায় রেলওয়ে কলনীতে নিহত ভিকটিমের বসতঘরে পূর্বশতত্রুতার জেরে আসামী মাজহারুল ইসলাস ফরহাদ এবং কতিপয় দুস্কৃতিকারী লাঠি এবং ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে ভিকটিমের বসত ঘরে প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলি এবং শরীরের বিভিন্ন জায়গায় নির্মমভাবে আঘাত করে গুরুতর আহত করে পলিয়ে যায়। পরবর্তীতে গুরুতর আহত ভিকটিমকে স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।      

পরবর্তীতে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে মাজহারুল ইসলাস ফরহাদ এবং আরও ৭/৮ জনকে আসামী করে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং-১৭(০৬)০৩। জিআর ৪৭১/০৩ তারিখ ১৭ জুন ২০০৩ ধারা-১৪৯/৪৪৮/১০২(খ)/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। বিজ্ঞ আদালত দীর্ঘ বিচার কার্যক্রম শেষে উক্ত হত্যা মামলার এজাহার নামীয় মাজহারুল ইসলাম ফরহাদ (৪৩)’কে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেন। মামলা দায়েরের পর হতে বর্ণিত হত্যাকান্ডের এজাহার নামীয় আসামী মাজহারুল ইসলাস ফরহাদ আইন শৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। দীর্ঘদিন পলাতক থাকায় বিজ্ঞ আদালত আসামীর অনুপস্থিতিতে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেন। 

 র‌্যাব-৭, চট্টগ্রাম বর্ণিত হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরধারী এবং ছায়াতদন্ত অব্যাহত রাখে। নজরধারীর এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, বর্ণিত আসামী চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন আমকাগান এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ০৭ মে ২০২৩ ইং তারিখ ১২৫০ ঘটিকায় বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী মাজহারুল ইসলাম ফরহাদ (৪৩), পিতা- মোঃ মফিজ মিয়া, সাং- পূর্ব এওজ বালিয়া, থানা- সুধারাম, জেলা- নোয়াখালী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় সে আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে দীর্ঘ ১৯ বছর যাবৎ চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল। 

 গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।