Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/metvbdco/public_html/common/config.php on line 148
চাষিদের পণ্য বেচাকেনায় ‘এক শপ’ অ্যাপস আসছে শিগগিরই

|| মাটি এন্টারটেইনমেন্ট

প্রকাশিত: ০২:০২, ১৭ মে ২০২০

বিভাগের পাঠকপ্রিয়

চাষিদের পণ্য বেচাকেনায় ‘এক শপ’ অ্যাপস আসছে শিগগিরই

চাষিদের পণ্য বেচাকেনায় ‘এক শপ’ অ্যাপস আসছে শিগগিরই

ছবিঃ সংগৃহীত

চাষিদের পণ্য বেচাকেনার জন্য আগামী ৩-৪ দিনের মধ্যে ‘এক শপ’ নামের একটি অ্যাপস চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শনিবার অনলাইনে (জুম প্ল্যাটফর্মে) এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
 
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, আগামী ৩-৪ দিনের মধ্যে প্রযুক্তি নির্ভর ‘এক শপ’ অ্যাপস চালু করা হবে। যার মাধ্যমে সারাদেশের চাষিরা পণ্য বেচাকেনা করতে পারবেন।

এর মাধ্যমে চাষিদের পণ্য এনে মেগাশপের পাশাপাশি ডোর টু ডোর গ্রাহকের কাছে পৌঁছে দেয়া যাবে বলেও জানান জুনাইদ আহমেদ পলক।

মতবিনিময় সভায় সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, ট্রাকসহ অন্যান্য পরিবহনের যাতায়াত নির্বিঘ্ন করার উদ্যোগ নিতে হবে। ট্রাকের জ্বালানির ক্ষেত্রে ভর্তুকি দেয়া যেতে পারে, যাতে ট্রাকের ভাড়া কম হয়।

তিনি আরো বলেন, পুলিশ ব্যারাক, সেনাবাহিনীর ব্যারাক, হাসপাতাল, জেলখানাসহ বিভিন্ন সরকারি অফিসে কৃষকের কাছ থেকে আম কিনে সরবরাহ করা গেলে আমের বাজারজাতকরণে কোনো সমস্যা হবে না। এই সংকটের সময়ে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে।