|| মাটি এন্টারটেইনমেন্ট

প্রকাশিত: ১৪:৪৭, ১২ ডিসেম্বর ২০১৯
আপডেট: ১৪:৫৩, ১২ ডিসেম্বর ২০১৯

বিভাগের পাঠকপ্রিয়

একই জুতো বদলে যাবে ৫ সাইজে

একই জুতো বদলে যাবে ৫ সাইজে

ছবি: টুইটার থেকে নেওয়া।

বাচ্চাদের পা দ্রুত বাড়ে, প্রায়ই নতুন জুতো ছোট হয়ে যায় পা বড় হলেও সেই মাপ অনুযায়ী জুতোও বাড়িয়ে নেওয়া যাবে তাও আবার একটি-দুটি নয়, অন্তত পাঁচটি সাইজে বদলে নেওয়া যাবে জুতোর আকার

বিকজ ইন্টারন্যাশনালনামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই জুতো তৈরি করেছে। জুতোগুলির ফিতে এমন ভাবে তৈরি, সেগুলি ছোট-বড় করা যায়। আর সেই ফিতে ছোট-বড় করেই জুতোর আকারও পাল্টে নেওয়া যায়। জুতোর সোল তৈরি হয়েছে গাড়ির টায়ারের রাবার দিয়ে। ফলে সেগুলি বেশ শক্তপোক্ত। তাই সহজে ছিঁড়বে না

সংস্থার তরফে জানানো হয়েছে, এই জুতো তিনটি সাইজে পাওয়া যায়। আর প্রতিটি সাইজের জুতো আবার ছোট বড় করে পাঁচ সাইজের করে নেওয়া যায়।

এই জুতো কী ভাবে কাজ করে, তার একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে ভিডিয়োটি বানিয়েছেটেক ইনসাইডারনামে একটি তথ্যপ্রযুক্তি সংস্থা