Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/metvbdco/public_html/common/config.php on line 148
লন্ডনের মেয়র আসছেন মানিকগঞ্জের নিজ গ্রামে

|| মাটি এন্টারটেইনমেন্ট

প্রকাশিত: ১৪:২২, ১৯ ফেব্রুয়ারি ২০২০

বিভাগের পাঠকপ্রিয়

লন্ডনের মেয়র আসছেন মানিকগঞ্জের নিজ গ্রামে

লন্ডনের মেয়র আসছেন মানিকগঞ্জের নিজ গ্রামে

ছবি: সংগৃহীত

লন্ডনের রামগেটস শহরের মেয়র রওশন আরা বেগম বুধবার দুপুরে বাংলাদেশে পৌঁছবেন। এরপর হেলিকপ্টারযোগে ফিরবেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামে।

তাকে বরণ করতে নানা প্রস্তুতি নিয়েছে গ্রামবাসীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। তার আগমন উপলক্ষে গ্রামজুড়ে বইছে আনন্দের বন্যা।

রওশন আরার ভাতিজা মো. মোতালেব খান জানান, তার ফুপুর আগমন উপলক্ষে এলাকায় সাজ সাজ রব চলছে। তাকে তিনদিন আলাদাভাবে সংবর্ধনা দেবেন বিভিন্ন সংগঠন। যে স্কুলে তিনি লেখাপড়া করেছিলেন, সেই স্কুল তালেবপুর আদর্শ উচ্চ বিদ্যালয় তাকে সংবর্ধনা দেবে প্রথম দিন।

দ্বিতীয় দিন বৃহস্পতিবার গ্রামবাসীর পক্ষ থেকে স্থানীয় ঈদগাঁ মাঠে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেয়র রওশন আরা বেগমকে তৃতীয় দিন সংবর্ধনা দেবে সুচিন্তিত নাগরিক ফোরাম নামে একটি সংগঠন।

সুচিন্তিত নাগরিক ফোরামের সভাপতি জামাল উদ্দিন বিশ্বাস জানান, আমাদের গ্রামের মেয়ে রওশন আরা বেগম এখন লন্ডনের রামগেটস শহরের মেয়র। এতে আমরা খুবই গর্বিত। প্রায় প্রতি বছরই তিনি গ্রামে এলেও মেয়র হওয়ার পর প্রথমবার আসছেন। এজন্য তাকে বরণ করে নিতে আমরা নানা প্রস্তুতি নিয়েছি। এলাকার ছোট বড় সবাই এখন তার ফেরার অপেক্ষায়।

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ইরতা গ্রামের মৃত রজ্জব আলীর মেয়ে রওশন আরা বেগম। মাত্র ১৩ বছর বয়সে মা-বাবার সঙ্গে যুক্তরাজ্যে যান তিনি। ২০১৯ সালের ১৪ মে রামগেটস শহরের মেয়র নির্বাচিত হন। রওশন আরা ওই শহরে এশীয় বংশোদ্ভুত প্রথম মেয়র। এর আগে লেবারপার্টি থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০১৭ সালে আগে যুক্তরাজ্যে লেবার পার্টির এমপি প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। অল্পভোটের ব্যবধানে ওই সময় পরাজিত হন তিনি।

রাজনীতির পাশাপাশি রামসগেট শহরে ‘তন্দরি’ নামে রেস্টুরেন্ট ব্যবসা রয়েছে রওশন আরার। স্বামী রেজাউর রহমান জামানও এ ব্যবসার সঙ্গে জড়িত। রওশন আরার শ্বশুরবাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়।