হিউম্যান রাইটস কিট বিতরন প্রোগ্রাম ও ইফতার পার্টি।
জাতিসংঘ কর্তৃক নিবন্ধিত ইতালিভিত্তিক আন্তর্জাতিক সংগঠন Tripla Difesa Onlus এর বাংলাদেশ শাখার উদ্যোগে ৪ এপ্রিল মঙ্গলবার রাজধানীর রামপুরার আলকাদেরিয়া ক্যাফেতে হিউম্যান রাইটস কিট বিতরন প্রোগ্রাম ও ইফতার পার্টির আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন Tripla Difesa Onlus এর বাংলাদেশ শাখার প্রেসিডেন্ট জনাব ফিরোজ আলম সুমন, অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন সংগঠনটির আন্তর্জাতিক প্রেসিডেন্ট এড্ডা গুইব্যার্তী । অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন সংগঠনের জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি এডভোকেট রতন কুমার দাস এবং সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ। ট্রিপলা ডিফেসা অনলাস জাতিসংঘ নিবন্ধিত একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বব্যাপী সহিংসতা প্রতিরোধ ও মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করে থাকে।