‘ক্যাশ’র নায়িকা পূজা, বিশেষ চরিত্রে দেখা যাবে এভ্রিলকে
ফাইল ফটো
‘পোড়ামন ২’ সিনেমা দিয়ে নায়িকা হিসাবে অভিষেক হয় পূজা চেরির। এরপর অভিনয়ের মুন্সিয়ানা দেখিয়েছেন পূজা ‘দহন’ সিনেমায়। বর্তমানে হাতে রয়েছে ‘শান’, ‘জিন’, ‘হৃদিতা’র মতো চ্যালেঞ্জিং সিনেমা। এবার জানা গেল তিনি ‘ক্যাশ’ নামে অ্যাকশনধর্মী সিনেমায় কাজ করতে যাচ্ছেন।
রবিবার সন্ধ্যায় ‘ক্যাশ’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সৈকত নাসিরের পরিচালনায় এ সিনেমায় অভিনয় করবেন পূজা।
ছবির নির্মাতা জানান, ‘ক্যাশ’ সিনেমায় পূজার নায়ক হিসেবে অভিনয় করবেন নিরব। এখানে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের আলোচিত প্রতিযোগী জান্নাতুল নাঈম এভ্রিলকে। এটিই হচ্ছে এভ্রিলের প্রথম সিনেমা।
ক্যাশ’র গল্প ও সংলাপ লিখছেন আসাদ জামান। এখানে আরো দেখা যাবে সাঞ্জ জন, এল আর খান সীমান্ত, ফারহান খান রিও, জন জাহিদ প্রমুখদের। জানুয়ারী মাসের ৪ তারিখ থেকে এর শুটিং শুরু হবে।