|| মাটি এন্টারটেইনমেন্ট

প্রকাশিত: ১৬:৫২, ১৭ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৭:০১, ১৭ ডিসেম্বর ২০২০

বিভাগের পাঠকপ্রিয়

রোকেয়ার কারণে জাকিরকে পিটিয়ে জখম করলো কাবিলা

রোকেয়ার কারণে জাকিরকে পিটিয়ে জখম করলো কাবিলা

ব্যাচেলর পয়েন্ট

প্রেমিকা রোকেয়ার কারণে জাকিরের সঙ্গে কাবিলার বিরোধ বহুদিনের। অথচ রোকেয়া জাকিরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে। প্রেমিকার এহেন আচরণ মেনে নিতে পারে না কাবিলা। এক সময় নোয়াখালীতে চলে যায় কাবিলা। খুঁজে বেড়ায় রোকেয়াকে। 

একটি ভিডিওতে দেখা যায় কাবিলা বলছেন, ‘এ তোমরা রোকেয়ারে দেখা পাইলে বইলো কাবিলা নোয়াখালী আসছিল।’  শুটিং দেখতে ভিড় জমানো হাজার দর্শক একসঙ্গে চিৎকার করে ‘হ্যাঁ’ বলে। 

সম্প্রতি শুটিং করতে নোয়াখালী গিয়েছিল ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম। সেখানেই দেখা মেলে জাকিরের। তারপর তর্কে জড়িয়ে পড়ে তারা। এমনকি মারামারির দৃশ্যও রয়েছে। ব্যাচেলর টিম সূত্রে এমনটাই জানা গেছে।

আরো পড়ুন: লাশ দেখে চেনার উপায় নেই, সারা শরীরে খুনিদের নৃশংসতা

এদিকে পরিচালক কাজল আরেফিন অমিও নিশ্চিত করলেন আসন্ন পর্বে জাকিরকে দেখা যাবে। কিন্তু কে এই জাকির? যার জন্য কাবিলার জীবনে নেমে আসে অস্থিরতা! অমি বলেন, নোয়াখালীর সোনাইমুড়ির ফ্লেক্সিলোড ব্যবসায়ী জাকির। এছাড়াও সে কম্পিউটার দিয়ে মোবাইলে গান আপলোড করে থাকে।

জাকিরের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো সে এলাকার মেয়েদের ফোনে মিউজিক ভিডিওর পাশাপাশি কিছু অন্যরকম ভিডিও দিয়ে দেয়। এছাড়াও মেয়েদের সঙ্গে সে ফ্লার্টিং করে।

আরো পড়ুন: নিজের গডফাদারের কথা স্বীকার করে যা বললেন পরীমনি

‘ব্যাচেলর পয়েন্ট’-এর বিশেষ আকর্ষণ হিসেবে জাকির নামেই যুক্ত হলেন পাভেল। স্ট্যান্ড আপ কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’-সিজন ৯ এর দ্বিতীয় রানার আপ এবং দর্শক জরিপে চ্যাম্পিয়ন ছিলেন পাভেল। ব্যাচেলর পয়েন্টের দর্শকরা এবার জাকিরকে খুঁজে পাবেন।

প্রচার শুরু হওয়ার পর থেকে দর্শকপ্রিয় হয়ে ওঠে ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। নাটকটির তৃতীয় কিস্তি চলছে। এর মূল চার চরিত্রে এই সিজনে অভিনয় করছেন জিয়াউল হক পলাশ (কাবিলা), চাষী আলম (হাবু), মারজুক রাসেল (পাশা ভাই) ও মিশু সাব্বির (শুভ)।

শীর্ষ সংবাদ:

গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার অন্যতম প্রধান আসামী স্বাধীন`কে মহানগরীর শিববাড়ি এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-০১ ১৫ আগস্ট আলাস্কায় পুতিনের সঙ্গে বসবেন ট্রাম্প, ইঙ্গিত দিলেন অঞ্চল বিনিময়ের বিসিবির ১০০০ কোটি টাকা দেখভালের দায়িত্ব নিতে একশর বেশি আবেদন ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার নিন্দা জানালো সৌদি আরব বগুড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিক্সাযাত্রী দুই ভাইয়ের ঢাবিতে হলে রাজনীতির বিরুদ্ধে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ অ্যাডহক কমিটি দিয়ে কার্যক্রম চালাচ্ছে দেশীয় ক্রিকেটারদের কল্যাণে গঠিত সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকবে: ঢাবি উপাচার্য চীনে বন্যায় মৃত ১০, নিখোঁজ ৩৩