|| মাটি এন্টারটেইনমেন্ট

প্রকাশিত: ১৬:০৫, ১০ মার্চ ২০২০
আপডেট: ১৬:০৯, ১০ মার্চ ২০২০

বিভাগের পাঠকপ্রিয়

`জয় বাংলা` এখন থেকে জাতীয় স্লোগান-হাইকোর্ট

`জয় বাংলা` এখন থেকে জাতীয় স্লোগান-হাইকোর্ট

ছবি : সংগৃহীত

হাইকোর্টের রায়ের বরাত দিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ জানিয়েছেন, প্রজাতন্ত্রের কর্মকর্তা এবং সাংবিধানিক পদে যারা আছেন, রাষ্ট্রীয় অনুষ্ঠানে তারা যখন বক্তব্য দেবেন, তখন বক্তব্যের শেষে তাদের 'জয় বাংলা' বলতে হবে।
তিনি আরো বলেন, স্কুলগুলোতে প্রাত্যহিক সমাবেশ শেষেও 'জয় বাংলা' স্লোগান দিতে হবে।
এই আদেশ কার্যকরের জন্য সরকারকে একটি প্রজ্ঞাপন জারি করতে বলেছে আদালত।
আদালত আরো বলছে, সরকার চাইলে সংসদেআইন পাশ করে কিংবা সংবিধান সংশোধন করেও বিষয়টিকে স্থায়ী রূপ দিতে পারে।
এ সম্পর্কিত একটি রিট মামলার নিষ্পত্তি করে আদালত আজ এই আদেশ দেয়।
জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে ২০১৭ সালে হাইকোর্টে রিট করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী বশির আহমেদ।
সূত্র:বিবিসি