|| মাটি এন্টারটেইনমেন্ট

প্রকাশিত: ১৫:৩৯, ৩ মার্চ ২০২০
আপডেট: ১৬:০২, ৩ মার্চ ২০২০

বিভাগের পাঠকপ্রিয়

তামিম ইকবাল ১০৮ রান ও ওয়ানডেতে ৭০০০

তামিম ইকবাল ১০৮ রান  ও ওয়ানডেতে ৭০০০

ছবি : সংগৃহীত

এ প্রতিবেদন লেখা পর্যন্ত তামিম ইকবাল ১০৮ রান নিয়ে ব্যাট করছেন। ৩৩ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্রথম ম্যাচেও টস জেতেন তিনি। প্রথম ওয়ানডেতে দাপুটে জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে টাইগাররা। দ্বিতীয় ওয়ানডে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিততে চান তারা। সেই লক্ষ্যে শুরুটা দারুণ করেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। উদ্বোধনী জুটিতে ৩৮ রান তোলেন তারা।

এ পথে জিম্বাবুয়ের বিপক্ষে দেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েন তামিম। টপকে যান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল 
তবে স্বচ্ছন্দে খেলে যান তামিম। স্বাভাবিকভাবেই ওয়ানডে ক্যারিয়ারে ৪৮তম ফিফটি তুলে নেন তিনি। এ নিয়ে ৮ মাস এবং ৭ ম্যাচ পর সেঞ্চুরি পান তিনি। 

বাংলাদেশের নির্ভরতা প্রতীক মুশফিকুর রহিম। খানিক ব্যবধানে দ্রুত ২ উইকেট হারিয়ে একটু চাপে পড়েছিল দল। সেই অবস্থায় ক্রিজে এসে দলের হাল ধরেন তিনি। তামিমকে দেন যোগ্য সহযোদ্ধার সমর্থন।

এক পর্যায়ে দারুণ মেলবন্ধন গড়ে ওঠে দুজনের ব্যাটে। উভয়ই রানের নহর বয়ান। তাতে হু হু করে বাড়ে দলীয় রান। কিন্তু হঠাৎ ছন্দপতন। অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে উইসলি মাধেভেরের শিকার হয়ে ফেরেন মুশি। ফেরার আগে  ক্যারিয়ারে ৩৮তম হাফসেঞ্চুরি তুলে নেন মুশফিকুর রহিম।