মালদ্বীপ প্রবাসীদের সম্মানে ইফতার আয়োজন
বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল ও মতবিনিময় সভার আয়োজন করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।
শুক্রবার (১৪ এপ্রিল) মিশনের কাউন্সিলর ও দূতালয় প্রধান (শ্রম) মো. সোহেল পারভেজের পরিচালনায় হাইকমিশনার এস এম আবুল কালাম আজাদ মাহে রমজানের তাৎপর্য থেকে শিক্ষা নিয়ে বিদেশের মাটিতে দেশের সুনাম অক্ষুন্ন রাখাসহ স্থানীয় কমিউনিটির সঙ্গে যুক্ত হয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার বিষয়ে সকলের প্রতি আহ্বান জানান। এছাড়াও প্রবাসীদের সেবা ও দূতাবাসের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন তিনি।