এক সিনেমায় শাহরুখ, সালমান, হৃতিক, বড় আয়োজনে
যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ছবি সব সময় প্রেক্ষাগৃহে সাফল্য পেয়েছে। এবার আরও বড় ধামাকা নিয়ে আসছে স্পাই ইউনিভার্সের আরও একটি ছবি ‘ওয়ার ২’। নতুন খবর, এই ছবিতে তিন সুপারস্টারকে একসঙ্গে দেখা যাবে।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ওয়ার’ ছবিটি বক্স অফিসে দাপট দেখিয়েছিল। এই ছবির মূল চরিত্রে ছিলেন হৃতিক রোশন ও টাইগার শ্রফ। হৃতিককে এই ছবিতে গুপ্তচর ‘কবির’-এর চরিত্রে দেখা গিয়েছিল। এবার আসতে চলেছে ছবিটির সিকুয়েল। এতে হৃতিকের সঙ্গে শাহরুখ খান ও সালমান খানকেও দেখা যাবে বলে খবর!
যশরাজ ফিল্মস প্রযোজিত ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজিতে সালমানকে মূল চরিত্রে দেখা গেছে। আর ‘পাঠান’ ছবিতে নাম ভূমিকায় ছিলেন শাহরুখ খান। এখন ‘ওয়ার ২’ ছবিতে কবির, টাইগার ও পাঠান একসঙ্গে হাত মিলিয়ে দুষ্টের দমন করবে।
‘ওয়ার ২’ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে অয়ন মুখার্জিকে। এর আগে এই তরুণ পরিচালক ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘ব্রহ্মাস্ত্র’-এর মতো ছবি পরিচালনা করে হাত পাকিয়েছেন। অয়ন এই প্রথম যশরাজ ফিল্মসের ছবি করতে চলেছেন। তিনি ‘ওয়ার ২’ আরও জনপ্রিয় করতে এই ছবির কাস্টিংয়ের ওপর বিশেষ জোর দিচ্ছেন।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, অয়ন তাঁর এই স্পাই থ্রিলারধর্মী ছবিতে তিন সুপারস্টারকে একসঙ্গে আনার সিদ্ধান্ত নিয়েছেন। তবে শোনা যাচ্ছে, ‘ওয়ার ২’-তে শুধু শাহরুখ আর সালমানকে দেখা যাবে অতিথি চরিত্রে।
অয়ন এই ছবিতে আরও অনেক চমক রাখতে চলেছেন বলে শোনা যাচ্ছে। সেগুলো সময়ের সঙ্গে সঙ্গে খোলাসা করবেন এই পরিচালক। এরই মধ্যে জানা গেছে, ছবিতে হৃতিকের সঙ্গে দেখা যাবে কিয়ারা আদভানিকে। এই ছবির মাধ্যমে দক্ষিণি সুপারস্টার জুনিয়র এনটিআর বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন।
ছবির শুটিং চলতি মাসেই শুরু হবে। হৃতিক এখন তাঁর আগামী ছবি ‘ফাইটার’-এর শুটিংয়ের জন্য ইতালিতে আছেন। এই বলিউড তারকা ফিরে এলে তাঁর অংশের শুটিং করবেন অয়ন। এর আগে পরিচালক জুনিয়র এনটিআরের সঙ্গে শুটিং শুরু করে দেবেন।
২০১৯ সালে মুক্তি পেয়েছিল ‘ওয়ার’। এই ছবিতে হৃতিক ও টাইগার ছাড়াও ছিলেন বাণী কাপুর। ২০২৩ সাল পর্যন্ত ছবিটি মুক্তির প্রথম দিন ভারতের সবচেয়ে আয়কারী ছবি হিসেবে শীর্ষে ছিল। শাহরুখ খানের ‘পাঠান’ ছবি সেই রেকর্ড ভেঙে দিয়েছে। ‘পাঠান’ ছবিতে সালমান ও শাহরুখের যুগলবন্দী সকলে দারুণ পছন্দ করেছিলেন। তাই যশরাজ ফিল্মস এবার ‘ওয়ার ২’ ছবিতে তিন সুপারস্টারকে একসঙ্গে আনার পরিকল্পনা করছে।