|| মাটি এন্টারটেইনমেন্ট

প্রকাশিত: ১০:৩০, ১৬ ফেব্রুয়ারি ২০২০
আপডেট: ১০:৩১, ১৬ ফেব্রুয়ারি ২০২০

বিভাগের পাঠকপ্রিয়

শুরুতেই পিএসজির তিন গোলে পিছিয়ে পড়েও, শেষ পর্যন্ত অন্তত একটি পয়েন

শুরুতেই পিএসজির তিন গোলে পিছিয়ে পড়েও, শেষ পর্যন্ত অন্তত একটি পয়েন

ছবি : সংগৃহীত

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে প্রতিপক্ষের মাঠ স্তাদে ডি লা লিকর্নেতে খেলতে যায় পিএসজি । এই ম্যাচে মাঠে ছিলেন না নেইমার জুনিয়র আর কিলিয়ান এমবাপ্পের মত বড় দুই তারকা । সেই সুযোগে অ্যামিয়েন্স ৪-৪ গোলে রোমাঞ্চকর ড্র করেছে পিএসজির বিপক্ষে ।

ফরাসী লীগ ওয়ানে বড় বাঁচা গেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) । ম্যাচের প্রথমার্ধে রেলিগেশন জোনে থাকা অ্যামিয়েন্সের বিপক্ষে তিন গোলে পিছিয়ে পড়েও হারতে হয় নি তাদের । শেষ পর্যন্ত অন্তত একটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার স্বস্তি নিয়ে খেলা শেষ করেছে থমাস টুশেলের দল । অথচ এই দলটি লীগ টেবিলে এখনো আছে ১৯ নাম্বারে ! খেলার পাঁচ মিনিটেই স্যারো গুইরাসির গোলে এগিয়ে যায় অ্যামিয়েন্স । ২৯ মিনিটে স্বাগতিকদের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন গায়েল কাকুতা ।
৪০ মিনিটে ফুসেনি দিয়াবাতির গোলে সবাইকে অবাক করে দিয়ে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে লিড নেয় অ্যামিয়েন্স ।
৬০ আর ৬৫ মিনিটে টাঙ্গাই কুয়াসির পর পর দুই গোলে সমতা ফেরায় লীগ চ্যাম্পিয়নরা ।
৭৪ মিনিটে পিএসজি পায় স্বস্তির লিড । হুয়ান বের্নার্তের বাড়ানো বল ধরে জাল খুঁজে নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দি। তাতে ৪-৩ গোলে এগিয়ে যাওয়া পিএসজি অবিশ্বাস্য এক জয়ের স্বপ্ন দেখতে শুরু করে ।
কিন্তু দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বাঁ পায়ের শটে গোল করেন গুইরাসি । তাতে ৪-৪ গোলের থ্রিলার শেষ হয় অমিমাংসিতভাবে ।