দেশে আক্রান্ত ছাড়ালো তিন লাখ, মৃত্যু ৫৪
ফাইল ফটো
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন ৪ হাজার ৮২। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৫১৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো তিন লাখ দুই হাজার ১৪৭ জনে।
বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ৪২৭ জন। এ নিয়ে সুস্থ হলেন মোট এক লাখ ৯০ হাজার ১৮৩ জন।