Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/metvbdco/public_html/common/config.php on line 148
‘ফ্লিংএক্স’ কুরিয়ার ও ই-বিডিবাজার চুক্তি স্বাক্ষর :বাবুল হৃদয়

|| মাটি এন্টারটেইনমেন্ট

প্রকাশিত: ১৫:০৫, ১৫ অক্টোবর ২০২২

বিভাগের পাঠকপ্রিয়

‘ফ্লিংএক্স’ কুরিয়ার ও ই-বিডিবাজার চুক্তি স্বাক্ষর :বাবুল হৃদয়

‘ফ্লিংএক্স’ কুরিয়ার ও ই-বিডিবাজার চুক্তি স্বাক্ষর :বাবুল হৃদয়

দেশের প্রথম ও একমাত্র নারী উদ্যোক্তাবান্ধব ই-কমার্স মার্কেটপ্লেস ই-বিডিবাজারের কুরিয়ার পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ‘ফ্লিংএক্স’। সম্প্রতি রাজধানীর বনানীতে ‘ফ্লিংএক্স’ কার্যালয়ে এ চুক্তি সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ই-বিডিবাজারের উদ্যোক্তা পরিচালক ও সাংবাদিক বাবুল হৃদয় ও ‘ফ্লিংএক্স’র প্রধান নির্বাহী (সিইও) আসিফ ইকবাল। এ সময় উপস্থিত ছিলেন, ই-বিডিবাজারের প্রতিষ্ঠাতা পরিচালক এয়াকুব বাদশা, উদ্যোক্তা পরিচালক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী এবং ‘ফ্লিংএক্স’র হেড অব অ্যাডমিন মিজানুর রহমান।

‘ফ্লিংএক্স’র সিইও আসিফ ইকবাল বলেন, ‘ই-বিডিবাজারের শুভযাত্রায় সঙ্গী হতে পেরে ভালো লাগছে। গ্রাহক সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে এগিয়ে যাচ্ছে ই-বিডিবাজার। আমরাও গ্রাহকের সন্তুষ্টিতে বিশ্বাসী। আশা করি, ই-বিডিবাজার (ঊইউইঅতঅজ.ঈঙগ) ও ফ্লিংএক্স কুরিয়ারের যৌথ পথচলা আরও দীর্ঘ ও নিরবচ্ছিন্ন হবে।’

‘ই-বিডিবাজার’র উদ্যোক্তা পরিচালক বাবুল হৃদয় বলেন, ই-বিডিবাজার একটি ব্যতিক্রমী ও উদ্যোক্তাবান্ধব ই-কমার্স মার্কেটপ্লেস। আমাদের পণ্য গ্রাহকের কাছে পৌছে দিতে দেশের স্বনামধন্য কুরিয়ার ‘ফ্লিংএক্স’র সঙ্গে কর্পোরেট চুক্তি সম্পন্ন হলো। আশা করছি, এই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে আমাদের স্বপ্ন সফল হবে।’

এর আগে আরও বেশ কয়েকটি কর্পোরেট কোম্পানির সঙ্গে চুক্তি করেছে ই-বিডিবাজার। বিশ্বখ্যাত কসমেটিক পণ্য গার্নিসের (ট্রাস্টবিডি) সঙ্গে কর্পোরেট চুক্তি করেছে দেশের ব্যতিক্রমী ই-কমার্স মার্কেটপ্লেস ‌‘ইবিডিবাজার’। এছাড়াও সিহা মার্কেটিং এজেন্সি লিমিটেডসহ বেশকিছু স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে।

শীর্ষ সংবাদ:

গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার অন্যতম প্রধান আসামী স্বাধীন`কে মহানগরীর শিববাড়ি এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-০১ ১৫ আগস্ট আলাস্কায় পুতিনের সঙ্গে বসবেন ট্রাম্প, ইঙ্গিত দিলেন অঞ্চল বিনিময়ের বিসিবির ১০০০ কোটি টাকা দেখভালের দায়িত্ব নিতে একশর বেশি আবেদন ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার নিন্দা জানালো সৌদি আরব বগুড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিক্সাযাত্রী দুই ভাইয়ের ঢাবিতে হলে রাজনীতির বিরুদ্ধে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ অ্যাডহক কমিটি দিয়ে কার্যক্রম চালাচ্ছে দেশীয় ক্রিকেটারদের কল্যাণে গঠিত সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকবে: ঢাবি উপাচার্য চীনে বন্যায় মৃত ১০, নিখোঁজ ৩৩