Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/metvbdco/public_html/common/config.php on line 148
রোজায় কুরআন তেলাওয়াত করা অবস্থায় প্রবীণ হাফেজের মৃত্যু

|| মাটি এন্টারটেইনমেন্ট

প্রকাশিত: ১৮:১৭, ২ মে ২০২০

বিভাগের পাঠকপ্রিয়

রোজায় কুরআন তেলাওয়াত করা অবস্থায় প্রবীণ হাফেজের মৃত্যু

রোজায় কুরআন তেলাওয়াত করা অবস্থায় প্রবীণ হাফেজের মৃত্যু

ছবি: সংগৃহীত

হাজি আলি সুলফিক। কুরআনুল কারিমের প্রবীণ হাফেজ। রোজা অবস্থায় কুরআন তেলাওয়াত করতে করতেই ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তুরস্কের আইদান প্রদেশে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিনের বেলায় এ বৃদ্ধ হাফেজের মৃত্যুর ঘটনা ঘটে।

তুরস্কের শত শত হাফেজে কুরআনের ওস্তাদ ছিলেন আলি সুলফিক। জীবনের শেষ সময়ে মহাগ্রন্থ কুরআনুল কারিম তেলাওয়াত করা অবস্থায় কুরআনের ওপর ঝুঁকে পড়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তুর্কিসহ বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মাগফেরাত কামনায় দোয়া কামনা করা হয়। সবাই এমন মৃত্যুকে সৌভাগ্যের মৃত্যু হিসেবে বিবেচনা করছেন।

অসংখ্য গণমাধ্যম তার মৃত্যুর সংবাদটি প্রচার করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে আবেগী মানুষের মন্তব্যগুলো ছিল এমন-

- 'কুরআনের সঙ্গে বসবাস করে কুরআনের উপর মৃত্যু'- সত্যি এই লোকটি প্রকৃত সৌভাগ্যবান।

- 'তেলাওয়াত করতে করতে মহিমান্বিত রমজান মাসে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। অবশ্যই আল্লাহ তার ভালোকাজগুলোর প্রতিদান বহুগুণ বাড়িয়ে দেবেন।'

- 'এমন মানুষের বিদায় এরকমই হওয়া উচিত। কুরআন জড়িয়ে রেখে কুরআনের খাদেমের মৃত্যু- ঈর্ষণীয়।'

আল্লাহ তাআলা কুরআনুল কারিমের এ খাদেমকে কবুল করুন। জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।