Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/metvbdco/public_html/common/config.php on line 148
বাংলাদেশ অ্যামেচার গলফের শিরোপা জয় করল অস্ট্রেলিয়া

|| মাটি এন্টারটেইনমেন্ট

প্রকাশিত: ১৩:১৩, ১২ মার্চ ২০২৩

বিভাগের পাঠকপ্রিয়

বাংলাদেশ অ্যামেচার গলফের শিরোপা জয় করল অস্ট্রেলিয়া

বাংলাদেশ অ্যামেচার গলফের শিরোপা জয় করল অস্ট্রেলিয়া

মারুফ মালেক:

অস্ট্রেলিয়ার অ্যামেচার গলফার আরব ডি শাহ্  ওরিয়ন ৩৬তম বাংলাদেশ এ্যামেচার গলফ চ্যাম্পিয়নশীপ ২০২৩ পুরুষ একক এর শিরোপা জয় করেছেন। আজ শেষ রাউন্ডে পারের চেয়ে ০৪ স্ট্রোক কম খেলে তিনি শিরোপা বিজয় নিশ্চিত করেছেন। তার চার রাউন্ডের ফলাফল যথাক্রমে ৭০ + ৭৪ + ৭০ + ৭০ = ২৮৪ যা সর্বেমোট পারের চেয়ে ০৪ স্ট্রোক কম। নেপালের সুবাশ তামাং রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছেন। তাঁর চার রাউণ্ডের ফলাফল যথাক্রমে ৭২ + ৬৬ + ৭৩ + ৭৫ = ২৮৬ যা পারের চেয়ে ০২ স্ট্রোক কম। বাংলাদেশের গলফার শফিকুল ইসলাম পারের চেয়ে ০২ স্ট্রোক বেশী খেলে ৩য় স্থান অধিকার করেছেন।

মহিলা দলগত ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক নাসিমা আখতার সৈনিক সোনিয়া আক্তার এর সমন্বয়ে গঠিত বাংলাদেশ মহিলাদল শিরোপা অর্জন করেছে। পারের চেয়ে ০৮ স্ট্রোক বেশী খেলে (১৬৩ + ১৫২) ৩১৫ গ্রস স্কোর নিয়ে তাঁরা এই শিরোপা নিশ্চিত করেন। পাকিস্তানের আবিহা হামিন সৈয়দ এবং সানিয়াহ ওসামা এর সমন্বয়ে গঠিত বাংলাদেশ মহিলা দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন। তাঁদের দুই রাউণ্ডের সর্বমোট গ্রস স্কোর (১৬৮ + ১৫৬) ৩২৪ যা পারের চেয়ে ৩৬ স্ট্রোক বেশী।

মহিলা এককে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক সোনিয়া আক্তার পারের চেয়ে ০৮ স্ট্রোক বেশী খেলে (৭৯ + ৭৩) ১৫২ স্কোর নিয়ে ১ম স্থান অধিকার করেছেন। পাকিস্তানী মহিলা গলফার সানিয়া ওসামা পারের চেয়ে ১২ স্ট্রোক বেশী খেলে (৭৯ + ৭৭) ১৫৬ স্কোর নিয়ে ২য় স্থান অধিকার করেছেন। আরেক বাংলাদেশী মহিলা গলফার সৈনিক নাসিমা আখতার পারের চেয়ে ১৯ স্ট্রোক বেশী (৮৬ + ৭৭ = ১৬৩) খেলে ৩য় স্থান অধিকার করেছেন।

ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাংকুয়েট হলে গতকাল শনিবার সন্ধ্যায় বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী গলফারদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মোঃ জহিরুল ইসলাম, বাংলাদেশ গলফ ফেডারেশনের সেক্রেটারী জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শওকত ওসমান, ওরিয়ন গ্রুপ এর ম্যানেজিং ডাইরেক্টর জেরিন করিম, ওরিয়ন ৩৬তম বাংলাদেশ এ্যামেচার গলফ চ্যাম্পিয়নশীপ ২০২৩ এর সাংগঠনিক কমিটির ভাইস চেয়ারম্যান জনাব ফরিদুদ্দিন খান (রুমি), টুর্ণামেন্ট ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অবঃ) এবং বাংলাদেশ গলফ ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারী কর্নেল মোঃ শহিদুল হক (অবঃ) এবং বাংলাদেশ গলফ ফেডারেশনের চীফ কোঅর্ডিনেটর লেঃ কর্নেল আহসান আজিজ (অবঃ)