Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/metvbdco/public_html/common/config.php on line 148
ডাকাতি মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

|| মাটি এন্টারটেইনমেন্ট

প্রকাশিত: ১২:২৯, ৯ মার্চ ২০২৩

বিভাগের পাঠকপ্রিয়

ডাকাতি মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

ডাকাতি মামলার  ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

মারুফ মালেক:

র‌্যাব-, সিপিএসসি,বরিশাল কর্তৃক ঝালকাঠি জেলার নলছিটি থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বাস ডাকাতি মামলার  ১০ বছরের সাজাপ্রাপ্ত  পলাতক ডাকাত ফিরোজাল ওরফে জুয়েল ডাকাতকে  গ্রেফতার।

র‌্যাব-, সিপিএসসি, বরিশাল ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের এর নেতৃত্বে গতকাল ৮ মার্চ ৪ টা ৪০ মিনিটে ঝালকাঠি জেলার নলছিটি থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বাস ডাকাতি মামলার ১০ বছরের সাজা প্রাপ্ত  ডাকাত ফিরোজাল ওরফে জুয়েল(৫৫),পিতা-মৃত নুর মোহাম্মদ মুন্নু মিয়া, সাং-বৈশাখিয়া, থানা-নলছিঠি, জেলা- ঝালকাঠিকে গ্রেফতার করা হয়

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একটি বাস ডাকাতি মামলা রুজু হয়। যার মামলা নং-২৬, তারিখ-১৩ মার্চ ২০০৭ ইং, এসসি নং-৫৬/১০,জিআর নং-১১২/০৭, এর বিচারকার্য শেষে উপরোক্ত আসামী দোষী সাব্যস্ত হওয়ায় র্দীঘ দিন পলাতক থাকায় বিজ্ঞ আদালত তাকে পেনাল কোডের ৩৯৫/৩৯৭ ধারায় ১০(দশ) বছরের সশ্রম কারাদন্ড এবং ৩৫,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০৩(তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। সে প্রেক্ষিতে অদ্য ০৮ মার্চ ২০২৩ ইং তারিখে ঝালকাঠি জেলার নলছিটি থানাধীন বৈশাখিয়া চৌমাথা বাজার এলাকায় র‌্যাব-, সিপিএসসি, বরিশাল কর্তৃক আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীর অবস্থান সনাক্ত করে উক্ত বাস ডাকাতি মামলার ১০(দশ) বছরের সাজা প্রাপ্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তীতে উল্লেখিত ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামীকে ঝালকাঠি জেলার নলছিটি থানায় হস্তান্তর করা হয়।