|| মাটি এন্টারটেইনমেন্ট

প্রকাশিত: ১৪:৫৩, ২৪ ফেব্রুয়ারি ২০২০
আপডেট: ১৭:৩৮, ২৪ ফেব্রুয়ারি ২০২০

বিভাগের পাঠকপ্রিয়

তিনটি হজ প্যাকেজ অনুমোদন করেছে মন্ত্রিসভা

তিনটি হজ প্যাকেজ অনুমোদন করেছে মন্ত্রিসভা

ছবি : সংগৃহীত

সরকারি ব্যবস্থাপনায় দু’টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজ রেখে ২০২০ সালের জন্য সরকারি ব্যবস্থাপনায় তিনটি হজ প্যাকেজ অনুমোদন করেছে সরকার।

সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এর আওতায় ৪ লাখ ২৫ হাজার টাকা, প্যাকেজ-২ এর আওতায় ৩ লাখ ৬০ হাজার টাকা এবং প্যাকেজ-৩ এর আওতায় খরচ পড়বে ৩ লাখ ১৫ হাজার টাকা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে হজ প্যাকেজগুলো অনুমোদন দেওয়া হয়। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংয়ে এতথ্য জানান।

বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী পাঠাতে সরকারি ব্যবস্থাপনার সঙ্গে সামঞ্জস্য রেখে করতে হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।