Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/metvbdco/public_html/common/config.php on line 148
২৪৩ বোতল ফেন্সিডিলসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

|| মাটি এন্টারটেইনমেন্ট

প্রকাশিত: ১৪:৩৮, ১৩ নভেম্বর ২০২২

বিভাগের পাঠকপ্রিয়

২৪৩ বোতল ফেন্সিডিলসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

২৪৩ বোতল ফেন্সিডিলসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

র‌্যাব-১২' অভিযানে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানা এলাকায় ২৪৩ বোতল ফেন্সিডিলসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক।

 র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাবপ্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গীসন্ত্রাসীসংঘবদ্ধ অপরাধীছিনতাইকারীজুয়ারিমাদক ব্যবসায়ীখুনএবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে ্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।          

এর ধারাবাহিকতায় ১৩/১১/২০২২ ইং তারিখ সকাল ০৬:৩০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলস্টেশনের স্টেশন মাষ্টারের ভবনের পশ্চিম দিকে রেল লাইন সংলগ্ন মোঃ জয়নাল আবেদীন এর অস্থায়ী মুদি দোকানের দক্ষিণ দিকে নারিকেল গাছের নিচে অভিযান চালিয়ে ২৪৩(দুইশত তেতাল্লিশবোতল ফেন্সিডিলসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।  সময় তাহাদের নিকট থেকে মাদক-ক্রয়  বিক্রয়ের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল জব্দ করা হয়।

 গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ ফারুক হোসেন (২৫), পিতা-মোঃ নুরুল ইসলামসাং-গেদরা মারাধারথানা-হরিপুর২। মোঃ আসাদুজ্জামান (২৭), পিতা-মোঃ আইযুব আলীসাং-চামেম্বরীথানা-ঠাকুরগাঁওউভয় জেলা-ঠাকুরগাঁও।

 প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যেএই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ বিভিন্ন  জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

 গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

  ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

র‌্যাব-১২ কে তথ্য দিন - মাদক , অস্ত্রধারী  জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।