Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/metvbdco/public_html/common/config.php on line 148
ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশে ফান্ড ট্রান্সফার করার পদ্ধতি

|| মাটি এন্টারটেইনমেন্ট

প্রকাশিত: ০০:১৪, ১০ এপ্রিল ২০২০

বিভাগের পাঠকপ্রিয়

ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশে ফান্ড ট্রান্সফার করার পদ্ধতি

ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশে ফান্ড ট্রান্সফার করার পদ্ধতি

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ব্যাংকে ভিড় এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। নগদ অর্থ উত্তোলন করার জন্য ব্যাংকে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হবে না। আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশে ফান্ড ট্রান্সফার করে খুব সহজেই তা এজেন্টের কাছ থেকে উত্তোলন করতে পারবেন।

ফান্ড ট্রান্সফার করতে হলে প্রথমেই ব্যাংক অ্যাকাউন্টের ইন্টারনেট ব্যাংকিং পোর্টালে লগইন করে বেনিফিশিয়ারি হিসেবে বিকাশ অ্যাকাউন্ট যোগ করতে হবে। এরপরই ফান্ড ট্রান্সফার করা যাবে।

ব্যাংক অ্যাকাউন্টে বেনিফিশিয়ারি যুক্ত করবেন যেভাবে

* আপনার ইন্টারনেট ব্যাংকিং অ্যাকাউন্টে লগইন করুন

* এবার Manage Beneficiary অপশনে প্রবেশ করে নির্দেশিত ধাপগুলো অনুসরণ করুন

* বেনিফিশিয়ারি হিসেবে বিকাশ অ্যাকাউন্ট যুক্ত করুন।

ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশে ফান্ড ট্রান্সফার করবেন যেভাবে

* ইন্টারনেট ব্যাংকিং এর ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ ব্যবহার করে Fund Transfer অপশনে যান

* অ্যাকাউন্ট নম্বর সিলেক্ট করুন

* ট্রান্সফার অপশন থেকে বিকাশ অ্যাকাউন্ট সিলেক্ট করুন

* বেনিফিশিয়ারি তালিকা থেকে বিকাশ অ্যাকাউন্ট সিলেক্ট করুন

* টাকার পরিমাণ এবং রেফারেন্স ইনপুট করুন

* এবার  ব্যাংকের নির্দেশিত ধাপগুলো অনুসরণ করে ফান্ড ট্রান্সফার সম্পন্ন করুন।