|| মাটি এন্টারটেইনমেন্ট

প্রকাশিত: ১৭:২৩, ১৯ জানুয়ারি ২০২০
আপডেট: ২৩:২৭, ২৯ জানুয়ারি ২০২০

বিভাগের পাঠকপ্রিয়

সংশোধিত এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ

সংশোধিত এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ

ছবি : সংগৃহীত

২০২০ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটি। বরাবরের মতো ১ ফেব্রুয়ারি থেকে দেশের বৃহত্তম এই পাবলিক পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও সরস্বতী পূজা ও ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের কারণে শনিবার (১৮ জানুয়ারি) তা পিছিয়ে নেওয়া হয়। পরিবর্তিত তারিখ অনুযায়ী ৩ ফেব্রুয়ারি থেকে এ পরীক্ষা শুরু হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে ৩ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠানের নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। শনিবার এ তথ্য প্রকাশ করা হলেও মন্ত্রণালয়ের নির্দেশে রবিবার (১৯ জানুয়ারি) এসএসসি পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ করে মন্ত্রণালয়।
সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৩ ফেব্রুয়ারি তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২৭ ফেব্রুয়ারি। ব্যবহারিক পরীক্ষা ২৯ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ৫ মার্চ।
 

ফাইল ফটো

ছবি : সংগৃহীত

ফাইল ফটো

ছবি : সংগৃহীত