শৃঙ্খলা ফেরাতে ঢাকার আশপাশে হবে ৪ বাস টার্মিনাল
ছবি: সংগৃহীত
গণপরিবহন ব্যবস্থা শৃঙ্খলায় আনতে রাজধানীর আশপাশে আরো চারটি স্থানে আন্তঃজেলা বাস টার্মিনাল করা হবে জানিয়েছেন ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও মো. আতিকুল ইসলাম।
বুধবার চারটি আন্তঃজেলা বাস টার্মিনালের জন্য প্রস্তাবিত স্থানগুলোর মধ্যে সাভারের বিরুলিয়া ইউনিয়নের বাটুলিয়া পাড়া ও হেমায়েতপুর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তারা।
চারটি আন্তঃজেলা বাস টার্মিনালের জন্য প্রস্তাবিত স্থানগুলো হলো- বাটুলিয়া, হেমায়েতপুর, কেরানীগঞ্জ ও কাঁচপুর।
ডিএসসিসি মেয়র তাপস বলেন, অচিরেই হেমায়েতপুর ও বিরুলিয়ায় পরিপূর্ণভাবে টার্মিনাল বাস্তবায়ন হবে। আগামী বছর থেকে যদি আমরা এটি বাস্তবায়নে যেতে পারি, তাহলে অচিরেই এটার সুফল পাবেন ঢাকাবাসী। এতে গণপরিবহন ব্যবস্থা একটি শৃঙ্খলায় আসবে।