Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/metvbdco/public_html/common/config.php on line 148
অলিম্পিকের আদলে হবে বিশ্বকাপের উদ্বোধনী 2 22

|| মাটি এন্টারটেইনমেন্ট

প্রকাশিত: ১৯:১৯, ২০ নভেম্বর ২০২২

বিভাগের পাঠকপ্রিয়

অলিম্পিকের আদলে হবে বিশ্বকাপের উদ্বোধনী 2022

অলিম্পিকের আদলে হবে বিশ্বকাপের উদ্বোধনী 2022

অলিম্পিক গেমসের মতো জাঁকালো উদ্বোধনী অনুষ্ঠান কখনও হয়নি ফুটবল বিশ্বকাপে। কাতার বিশ্বকাপ অতীতের সে রেকর্ড ভেঙে দিতে পারে। অলিম্পিকের আদলে হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠান। ক্রিয়েটিভ ডিরেক্টর মার্কো বালিচের নির্দেশনায় আল বায়াত স্টেডিয়ামে ৩০ মিনিট ধরে চলবে উদ্বোধনী অনুষ্ঠান। বিখ্যাত সংগীতশিল্পী, কোরিয়ান ব্যান্ড দল, আন্তর্জাতিক ও স্থানীয় নৃত্যশিল্পীরা উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন বলে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট হয়েছে। অনুষ্ঠানটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

চোখ ধাঁধানো অনুষ্ঠান উপহার দিয়ে বিশ্বকে মুগ্ধ করতে সব দিক থেকেই চেষ্টা করে গেছে কাতার। বৈশ্বিক মন্দার ভেতরেও তাই কোটি কোটি ডলার খরচ করতে দ্বিধা করেনি দেশটি। আল বায়াত স্টেডিয়ামে ৬০ হাজার দর্শক উপস্থিত থাকলেও টিভিতে কোটি কোটি মানুষ উপভোগ করবেন অনুষ্ঠানটি। 

ফুটবল অনুরাগীদের চমক উপহার দিতেই উদ্বোধনী অনুষ্ঠানের সব কিছুই গোপন রেখেছে ফিফা। গুঞ্জন রয়েছে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী সংগীত পরিবেশন করা শাকিরা কাতারে থাকছেন না। উদ্বোধনী অনুষ্ঠান শেষে 'নাউ ইজ অল' স্লোগান প্রচারের মধ্য দিয়ে বিশ্বকাপের পর্দা উঠবে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারের মুখোমুখি হবে লাতিন দল ইকুয়েডর।