Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/metvbdco/public_html/common/config.php on line 148
মুখের দুর্গন্ধ দূর করতে টুথপেস্টে মেশান বেকিং সোডা!

|| মাটি এন্টারটেইনমেন্ট

প্রকাশিত: ২০:৪৬, ১২ জুন ২০২০

বিভাগের পাঠকপ্রিয়

মুখের দুর্গন্ধ দূর করতে টুথপেস্টে মেশান বেকিং সোডা!

মুখের দুর্গন্ধ দূর করতে টুথপেস্টে মেশান বেকিং সোডা!

ছবিঃ সংগৃহীত

দুই বেলা নিয়ম করে ব্রাশ করার পরও অনেকের মুখেই দুর্গন্ধ হয়। যা খুবই বিরক্তিকর একটি সমস্যা। এর ফলে অনেক বিব্রতিকর পরিস্থিতিতেও পরতে হয় অনেককেই। তাইতো নানা রকম পদ্ধতি অবলম্বন করেন এই সমস্যা থেকে মুক্তি পেতে। তবে ফলাফল কিছুই আসে না।

তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি সমাধান, যা ঝামেলা ছাড়াই আপনাকে এই বিরক্তিকর সমস্যা থেকে মুক্তি দেবে। আপনার রোজকার দাঁত পরিষ্কারক টুথপেস্টের সঙ্গে শুধু মাত্র একটি উপাদান মেশান। আর এই সমস্যা থেকে পেয়ে যান চিরমুক্তি। আর সেই জাদুকরী উপাদানটি হচ্ছে বেকিং সোডা! চলুন জেনে এন্যা যাক বিস্তারিত-  

মুখের দুর্গন্ধ দূর করতে বেকিং সোডার কার্যকারিতা

> বেকিং সোডা মুখের উচ্চ অ্যাসিডিক স্তরকে কমিয়ে দেয় যা দুর্গন্ধের প্রধান কারণ।

> এর অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্যের কারণে এটি মুখের ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে।

> যেহেতু এটি অ্যাসিড নয় তাই এটি দাঁত, মাড়ি বা হাড়ের কোনো ক্ষতি করে না।   

বেকিং সোডা এবং টুথপেস্ট যেভাবে ব্যবহার করবেন

টুথপেস্টের সঙ্গে ১ বা ২ চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। এটি ব্রাশে নিয়ে দাঁত ব্রাশ করুন। একইভাবে এক সপ্তাহ ব্যবহার করুন। এই টুথপেস্ট দাঁত এবং মুখের গহ্বর পরিষ্কার এবং দুর্গন্ধযুক্ত সমস্যা সমাধানের জন্য যাদুর মতো কাজ করে।